Return Policy

🔁 রিটার্ন নীতি — পুষ্টি ভাই

কার্যকর তারিখ: ১ আগস্ট ২০২৫

পুষ্টি ভাই-এ আমরা সর্বোচ্চ মানের পণ্য সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। তবে কোনো কারণে আপনি প্রাপ্ত পণ্যে অসন্তুষ্ট হলে নিচের রিটার্ন নীতিমালা অনুসরণ করে আপনি রিটার্ন করতে পারেন।


✅ কোন কোন ক্ষেত্রে রিটার্ন করা যাবে:

  • ভুল পণ্য পাঠানো হলে

  • প্রোডাক্ট ক্ষতিগ্রস্ত (damaged) অবস্থায় পেলে

  • প্রোডাক্ট এক্সপায়ারড বা নষ্ট হলে

  • প্রোডাক্ট অর্ডারের সাথে মেলেনি (যেমন: ভিন্ন সাইজ, ভিন্ন ধরনের আইটেম)


❌ কোন ক্ষেত্রে রিটার্ন গ্রহণযোগ্য নয়:

  • পণ্য ব্যবহার করে ফেললে বা খোলা হলে

  • ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট না করলে

  • কাস্টম/অর্ডার-অন-ডিমান্ড পণ্যের ক্ষেত্রে (যদি আলাদা কিছু বলা না থাকে)

  • শুধুমাত্র মত পাল্টানোর কারণে ("আমি এখন এটা চাই না" ইত্যাদি)


⏱️ রিটার্নের সময়সীমা:

  • পণ্য হাতে পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আমাদেরকে Facebook বা WhatsApp-এ মেসেজ করে জানাতে হবে।

  • সময়ের বাইরে রিপোর্ট করলে রিটার্ন গ্রহণ করা হবে না।


🔄 রিটার্ন প্রক্রিয়া:

  1. Facebook বা WhatsApp-এ অর্ডার নম্বর সহ মেসেজ করুন।

  2. পণ্যের ছবি দিন, সমস্যা ব্যাখ্যা করুন।

  3. আমরা যাচাই করে রিপ্লেসমেন্ট বা রিফান্ডের সিদ্ধান্ত জানাবো।


💸 রিফান্ড:

  • যাচাইয়ের পর যদি রিফান্ড প্রযোজ্য হয়, তা মোবাইল ব্যাংকিং (বিকাশ/নগদ) বা অন্য মাধ্যমে ৩-৫ কার্যদিবসের মধ্যে প্রদান করা হবে।


আমরা চাই আপনি সবসময় সন্তুষ্ট থাকুন। তাই যেকোনো সমস্যা হলে দেরি না করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।